Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১০

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩১

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রাজধানীর শাপলা চত্বর ও শ্যামলীর শিশু মেলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মতিঝিল থানা ও শেরেবাংলা নগর থানা পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন- নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক সেলু আহমেদ (৪২), সাবেক ছাত্রলীগের সদস্য মো. মিরাজ (৩১), ঢাকা শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম শাকিল (৩৪), সাবেক ছাত্রলীগের সদস্য আরিফুর রহমান (৩৮), কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম (৩৬), ইলিয়াছ মির্জ জাবেদ (৩০), নাঈম (২১), ছাব্বির হোসেন রাব্বি (২০), রায়হান উদ্দিন রিহান (২২) ও আবু বক্কর সিদ্দিক (২০)।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, ‘সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে মতিঝিল থানাধীন শাপলা চত্বর এলাকায় ঘরোয়া খাবার হোটেলের সামনের পাকা রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১২০ থেকে ১৫০ জন সদস্য জড়ো হয়। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে আনোয়ারুল হক সেলু ও মো. মিরাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়।’

পরে তাদের জিজ্ঞাসাবাদে পলাতক আসামিদের নাম-ঠিকানা এবং অর্থদাতা ও ইন্ধনদাতাদের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাপলা চত্বর এলাকা থেকে সাইদুল ইসলাম শাকিল, আরিফুর রহমান ও তারিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে তারা মিছিল করার জন্য ২৫ থেকে ৩০ জন জড়ো হয়েছিল। তখন তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় হাতে নাতে ইলিয়াছ মির্জা জাবেদ, নাঈম ও ছাব্বির হোসেন রাব্বিকে গ্রেফতার করা হয়। এ সময় ২০ থেকে ৩০টা মোটরসাইকেল এসে গ্রেফতার আসামিদের কেড়ে নেওয়ার চেষ্টা করে। মোটরসাইকেলে আসা অজ্ঞাতদের থেকে আরও দুই তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রায়হান উদ্দিন রিহান ও আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদেরসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এমএইচ/এইচআই

আওয়ামী লীগ গ্রেফতার ঝটিকা মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর