Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৭

প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ ও ব্রাজিলের প্রধান বিচারপতি অন্তনিয়ো হারম্যান বেনজামিন। ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলে সফররত বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধান বিচারপতি অন্তনিয়ো হারম্যান বেনজামিন। বৈঠকে আধুনিক প্রযুক্তির এই যুগে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন শক্তিশালীকরণে বিচার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অন্তর্ভুক্তিকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আলোচনা করেন তারা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এতে জানানো হয়, ব্রাজিলে সফরের অংশ হিসেবে ১৫ সেপ্টেম্বর দিনভর বিভিন্ন কার্যক্রমে অংশ নেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরই অংশ হিসেবে দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত জাতীয় উচ্চ আদালতে পরিদর্শন করেন তিনি। ব্রাজিলের সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে ফেডারেল আইনগুলো প্রয়োগ করে থাকে জাতীয় উচ্চ আদালত। ওই আদালত পরিদর্শনের সময় দেশটির প্রধান বিচারপতি অন্তনিয়ো হারম্যান বেনজামিনের সঙ্গে এক মতবিনিময় সভা করেন বাংলাদেশের প্রধান বিচারপতি।

বিজ্ঞাপন

বৈঠকে দুই দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষশত উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিচারপ্রক্রিয়া সংক্রান্ত প্রযুক্তি বিনিময়, বিচারব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও স্ব স্ব দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা জোরদারকরণের বিষয়ে সভায় ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনায় বিচারপতিরা একমত পোষণ করেন যে, একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে যখন বাণিজ্য, যোগাযোগ এবং মানুষের চলাচল দেশের সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরাজমান, তখন বৈচিত্রপূর্ণ নানা আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন জাতির মধ্যে বিচার বিভাগীয় আন্তঃসম্পর্ক অতীতের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। এই প্রেক্ষাপটে, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে কার্যকর বিচার বিভাগীয় সহযোগিতা নিশ্চিত করবে যে ন্যায়বিচার কেবল একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি সার্বজনীন অধিকার।

এ ছাড়া আলোচনায় উভয় দেশের মধ্যে বিচারপ্রক্রিয়া সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। আলোচনায় তারা বলেন, ‘আধুনিক বিশ্বে বিচার ব্যবস্থার ডিজিটাল রূপান্তর ন্যায় বিচার প্রতিষ্ঠায় গভীর প্রভাব রাখছে। ফলে ব্রাজিলের সঙ্গে বিচার বিভাগ সংশ্লিষ্ট প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবন ও ডিজিটাল অবকাঠামো ভাগাভাগির মাধ্যমে বাংলাদেশের আদালত ব্যবস্থাপনার ডিজিটালাইজেশনে উল্লেখযোগ্য অগ্রগতি আনয়ন সম্ভব। এ বিষয়ে ব্রাজিলের বিচার বিভাগ বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা দেবে মর্মে বিচারপতি এন্টেনিও হারম্যান বেঞ্জামিন বাংলাদেশের প্রধান বিচারপতিকে আশ্বস্ত করেন। বিশেষ করে বাংলাদেশের বিচার বিভাগে ই-ফাইলিং, ডিজিটাল কেস ম্যানেজমেন্ট, ভিডিও কনফারেন্সিং এবং অনলাইন বিরোধ নিষ্পত্তির মতো প্রযুক্তি নির্ভর বিষয়ে প্রবর্তনে ব্রাজিলের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আলোচনায় আশাবাদ ব্যক্ত করা হয়। এক্ষেত্রে ব্রাজিলের পরীক্ষিত অভিজ্ঞতা বাংলাদেশের বিচার বিভাগের ডিজিটালাইজেশনে ইতিবাচক ভূমিকা রাখবে মর্মে বাংলাদেশের প্রধান বিচারপতি মত প্রকাশ করেন।

আলোচনায় দুই বিচারপতি উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তির এই যুগে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন শক্তিশালীকরণে বিচার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অন্তর্ভুক্তিকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে এআইয়ের সফল প্রয়োগের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করা সম্ভব বিধায় নিজ নিজ অধিক্ষেত্রে এইআই চালিত কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালুকরণের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তিসহ এআইয়ের সহায়তায় আইনজীবী ও বিচারকদের জন্য দ্রুত, নির্ভুল ও প্রাসঙ্গিক নজির অনুসন্ধান টুলস, আইন ও রায় বিশ্লেষণ ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানো সম্পর্কে আলোচনা করেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর