ইয়েমেনের হোদাইদা বন্দরে ইসরায়েলের বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা করছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইয়েমেন থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের মধ্যাঞ্চল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বাজানো হয়েছে।
এই ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ আগেই ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ) ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে হামলা চালিয়েছিল। হোদাইদা বন্দর লক্ষ্য করে ১২ বার বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। হামলার কয়েক ঘণ্টা আগে হোদেইদা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেয় ইসরায়েল। এরপর বিমান থেকে মিসাইল ও বোমা ছোড়ে তারা।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন ইয়েমেন লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে। এ দখলদার বলেছেন, হুতি বিদ্রোহীদের ওপর নৌ ও আকাশ অবরোধ অব্যাহত রাখতে এ হামলা চালানো হয়েছে। হুতিরা আরও এ ধরনের হামলার মুখোমুখি হবে এবং ইসরায়েলের ওপর হামলার চেষ্টার জন্য চড়া মূল্য দেবে।