টুর্নামেন্টে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতেই আবুধাবিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর এক জয়ে সেই স্বপ্নটা বেঁচে থাকল। তবে আফগানদের ৮ রানে হারিয়েও পরের রাউন্ড নিশ্চিত হয়নি বাংলাদেশের। শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের নানা সমীকরণের দিকেই তাকিয়ে থাকতে হবে তাদের।
‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান দুইয়ে। নিজেদের ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে লিটনদের নেট রানরেট -০.২৭০। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলংকা, তাদের রান রেট +১.৫৪৬। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আফগানরা, তাদের রান রেট +২.১৫০।
এখনো বি গ্রুপ থেকে তিন দলেরই সুযোগ আছে আছে সুপার ফোরে যাওয়ার। বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হচ্ছে শেষ ম্যাচে শ্রীলংকার জয়। গ্রুপের শেষ ম্যাচে যদি লংকানরা আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে শ্রীলংকার সঙ্গে সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ।
কিন্তু আফগানিস্তান যদি জিতে যায়, তখনই চলে আসবে নানা সমীকরণ। এখনো এই গ্রুপে সবচেয়ে ভালো রানরেট আফগানিস্তানের। শ্রীলংকাকে যেকোনো ব্যবধানে তারা হারালেই নিশ্চিত করবে সুপার ফোর।
তবে বাংলাদেশকে যদি লংকানদের টপকে যেতে হয়, নেট রানরেটে রশিদ খানদের দরকার বড় ব্যবধানের জয়। আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে শ্রীলংকাকে ৬৫ বা তারচেয়ে বড় ব্যবধানে হারায়, তাহলে আফগানদের সঙ্গে সেরা চারে উঠবে বাংলাদেশ।
শ্রীলংকার সঙ্গে যদি রান তাড়া করে আফগানিস্তান জেতে, তাহলে বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তখন লংকানদের স্কোর যদি ৫০ বল আগে পেরিয়ে যায় আফগানিস্তান, তাহলেই কেবল নেট রানরেটে শ্রীলংকাকে টপকে সুপার ফোরে যাবে বাংলাদেশ।
অন্য একটা সমীকরণও আছে বাংলাদেশের সামনে। শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে শ্রীলংকার সঙ্গে পরের রাউন্ডে উঠবে বাংলাদেশ।
আগামী ১৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি শ্রীলংকা-আফগানিস্তান।