Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩০

ঘটনাস্থল।

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়নের কুইজবাড়ি লিওন বেকারিতে অজ্ঞাতনামা ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী প্রবেশ করে। সন্ত্রাসীরা বেকারির মালিক আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনয়ার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

কুপিয়ে হত্যা বিএনপি নেতা স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর