Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ কারিগরি শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৬

ছয় দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ।

ঢাকা: ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবরোধ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রভাবশালী গোষ্ঠী কারিগরি শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তারা পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে প্রকৌশল পেশায় প্রবেশের পথ সংকুচিত করছে। এ ছাড়া চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করা হচ্ছে।

৬ দফা দাবিগুলো হলো –

বিজ্ঞাপন
  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল, তাদের পদবি পরিবর্তন ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধন,
  • ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা,
  • উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ,
  • কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ ও আইনানুগভাবে নিশ্চিত করা। এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ,
  • স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন ও
  • উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ের নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতায় একাডেমিক কার্যক্রম চালুর মাধ্যমে শতভাগ আসনে ভর্তির সুযোগ নিশ্চিত করা।

সারাবাংলা/এমএইচ/ইআ

কারিগরি শিক্ষার্থী সাতরাস্তা মোড়

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে রূপায়ণ গ্রুপ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩

নিয়োগ দিচ্ছে কর্ণফুলী গ্রুপ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৩

বিক্রয় ডটকমে কাজের সুযোগ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০

আরো

সম্পর্কিত খবর