বাগেরহাট: বাগেরহাটের চারটি সংসদীয় আসন ফিরে পাওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি দুপুর একটা পর্যন্ত চলে। চারটি আসন ফিরে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা।
এদিকে, গতকাল উচ্চ আদালতে রিট করেছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা। এই সময় অবকাশকালীন বেঞ্চ ৩০ এর বিচারপতি মো. মজিবুর রহমান ও বিশ্বজিৎ দেবনাথ এর আদালতে শুনানি হয়।
দীর্ঘক্ষণ শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এম এ সালাম বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে হরতাল শিথিল করে দুই দিনের অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। অবস্থান কর্মসূচি আপাতত আজকে শেষ হবে। তবে আসন ফিরিয়ে না দিলে গণস্বাক্ষর কর্মসূচিসহ আগামীতে বাগেরহাটবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন করা হবে।
চলমান এই আন্দোলনে এর আগে দুই দফা হরতাল, সরকারি অফিসে অবস্থান ধর্মঘট ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।