Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ দিন পর লেনদেনে অগ্রগতি, বেড়েছে সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৩

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজারে আট দিন পর লেনদেনে অগ্রগতি দেখা গেছে। একই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকও বেড়েছে। এই মাসের গত ৭ সেপ্টেম্বর প্রায় ১৩ মাস পর ১৪০০ কোটি টাকা লেনদেনের ঘর স্পর্শ করে। এরপর থেকে টানা লেনদেন কমে ৭০০ কোটিতে নেমে আসে। তবে ৮ কার্যদিবস পর বুধবার (১৭ সেপ্টেম্বর) সেই পতন থেকে বেরিয়ে এসেছে লেনদেন।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯২ পয়েন্টে। যা মঙ্গলবার ৩৫ পয়েন্ট ও সোমবার ৬ পয়েন্ট বেড়েছিল।

বুধবার ডিএসই-তে ৭৩৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ৬৭৪ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজকে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা। এর মাধ্যমে গত ৭ সেপ্টেম্বরের পরে আজ লেনদেন বাড়ল।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৩টির বা ৩১.০৬ শতাংশের। আর দর কমেছে ১৮৯টির বা ৪৭.৭৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৪টির বা ২১.২১ শতাংশের।

অপরদিকে সিএসই-তে বুধবার ২২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮টির, কমেছে ৯৪টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪০৪ পয়েন্টে।

আগেরদিন সিএসই-তে ১১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর