Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে মামাকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯

নিহতের স্বজনরা।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে আপন মামা আফসার শেখকে (৫২) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে ভাগিনাদের বিরুদ্ধে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নওপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত আফসার শেখ ওই এলাকার মৃত এমদাদুল হক শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে নিহত আফসার শেখের দুই নাতি সুমন ফকির ও আবির কাজী বাড়ির পূর্ব পাশের বিলে গোসল করতে গিয়ে হাতাহাতি ও মারামারি করে। মারপিটের বিষয়ে জানতে রাত ১০টার দিকে ভাগনে ও ভগ্নিপতির কাছে কারণ জানতে চান আফসার শেখ। এ সময় ভাগনে হাসান ফকির, জহুরুল ইসলামসহ তাদের লোকজন বাড়ি থেকে একটু অদূরে ডেকে নেয় মামা আফসারকে। সেখানে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে ফেলে যায় তারা। পরে নিহতের স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার তদন্তকারী কর্মকর্তা মো. রিফাত উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় আফসার শেখকে। তার মাথায় ধারালো অস্ত্রের ও লাঠি দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের প্রস্ততি চলছে।

সারাবাংলা/এসডব্লিউ

জমি নিয়ে বিরোধে মামাকে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর