Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৫

ভারতে ভারী বর্ষণে ভূমিধস। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে ভূমিধস ও ভারী বর্ষণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। একইসঙ্গে ১৬ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার দেরাদুন জেলার সহস্রধারা শহরে ঘোলা জল তীব্র গতিতে বয়ে যাচ্ছে। এতে রাস্তাঘাট, ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মানুষজন দেয়ালের আড়ালে আশ্রয় নিয়েছেন।

এএনআই সংবাদ সংস্থাকে ওই এলাকার বাসিন্দা বলেন, ‘আমার দোকানটি ভেসে গেছে।’ তিনি আরও জানান যে বাজারের সাতটি দোকানের মধ্যে তার দোকানটিও ভেসে গেছে এবং সেগুলোর কোনো চিহ্ন নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানায়, মঙ্গলবার কর্মকর্তারা দেরাদুনে ১৩টি এবং পিথোরাগড় ও নৈনিতাল জেলায় একটি করে মোট ১৫টি মৃতদেহ উদ্ধার করেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে উত্তরাখণ্ডে প্রায়ই বন্যা ও ভূমিধস হয়ে থাকে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

বিজ্ঞাপন

এর আগে গত আগস্টে, রাজ্যের ধারালি গ্রামে প্রবল বন্যার পানি ও কাদার স্রোত বয়ে গিয়েছিল। তখন কর্তৃপক্ষ জানিয়েছিল, ৬০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর