Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচন
ভিন্ন আমেজে, প্রচারে ভিন্নতা নিয়ে ভোটের মাঠে প্রার্থীরা

রাবি করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:১১

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন। ছবি কোলাজ: সারাবাংলা

রাজশাহী: ১৯৯০ সালের পর দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কিন্তু ’২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আসছে ২৫ সেপ্টেম্বর ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন। নির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্রপ্রার্থীদের সমন্বয়ে গঠিত প্যানেলসহ ১১টি প্যানেল লড়াইয়ে নেমেছে।

বিজ্ঞাপন

আসন্ন রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী চূড়ান্তকরণসহ প্রাথমিক কার্যক্রম শেষ করেছি নির্বাচন কমিশন। এর পর পরই শুরু হয় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ফলে পুরো ক্যাম্পাস এখন নির্বাচনি আমেজে মুখর। নির্বাচনে প্রচারের অংশ হিসেবে অনেকেই হ্যান্ডবিল, কেউবা লিফলেট, আবার কেউবা পোস্টার তৈরি করেছেন। এগুলোর মধ্যে অনেক লিফলেট দলিল ও টাকার আদলে তৈরি। বেশিরভাগ প্রার্থীই পোস্টার ও লিফলেটে ভিন্নতা এনে নিজের প্রতি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এমনকি কেউ কেউ পুলিশের পোশাক পরে ভিডিও বানিয়ে ভোটারদের দৃষ্টি কাড়ার চেষ্টা করছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ করা হয়। বলতে গেলে এর মধ্য দিয়েই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়।

প্রচারে ব্যস্ত ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’

প্রচারের প্রথম দিন থেকেই সরব হয়ে উঠেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করে শিক্ষার্থীদের কাছে নিজেদের পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরছেন প্রার্থীরা। জিএস পদপ্রার্থী নাফিউল জীবন ক্লাসরুমে প্রবেশ করে প্রচার চালান বলে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এছাড়াও পরিবহণ মার্কেটের দোকানের সামনে পোস্টার টানাতে দেখা যায় সিনেট সদস্য পদপ্রার্থী সাফিন আজমীরকে। অন্যদিকে, ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর ও এজিএস প্রার্থী জাহিন বিশ্বাসকে এষা আন্তঃবিভাগ ফুটবল খেলার গ্যালারিতে শিক্ষার্থীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা গেছে।

ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর সারাবাংলাকে বলেন, ‘রাকসু নির্বাচন শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনছে। আমরা ঘনিষ্ঠভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছি এবং তাদের প্রত্যাশাকে গুরুত্ব দিচ্ছি। লিফলেট, ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের কর্মসূচি ও ইশতেহার আমরা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিচ্ছি।’

আতর বিলিয়ে প্রচার শুরু ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র

ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ তাদের প্রচার-প্রচারণায় নতুনত্ব এনেছে। আনুষ্ঠানিক প্রচার শুরুর এক সপ্তাহ আগ থেকেই হলগুলোতে আতর বিলিয়ে এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে জনসংযোগ শুরু করে তারা। যদিও অনেকে এটিকে আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখছেন। তবে এবার তারা বিশেষ চমক এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে সংস্কৃতি সম্পাদক প্রার্থী জায়িদ হাসান জোহাকে পুলিশের পোশাকে ভোট চাইতে দেখা যায়। এছাড়া, গরুর গাড়িতে চড়ে ভিডিও বানিয়ে প্রচার চালান ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বির।

এ বিষয়ে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সারাবাংলাকে বলেন, ‘রাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার। এই নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও দাবি বাস্তবায়নের কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে রাকসু। আমরা প্রতিটি হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছি এবং লিফলেট, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের কর্মসূচি প্রচার করছি।’

ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী নিয়ে প্রচারের মাঠে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’

রাকসুর ইতিহাসে প্রথম নারী প্রার্থী তাসিন খানের নেতৃত্বে গঠিত ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ রোববার (১৪ সেপ্টেম্বর) সিরাজী ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা দেয়। এর মধ্য দিয়েই তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। পাশাপাশি ফেসবুকে ভিডিও বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের মাঝে নিজেদের কর্মসূচি প্রচার করছে প্যানেলটি।

তাদের প্রচার সম্পর্কে ভিপি প্রার্থী তাসিন খান বলেন, ‘রাকসুর সময় মাত্র একবছর। একবছরে বাস্তবায়নযোগ্য কাজগুলোই আমরা ইশতেহারে রেখেছি। ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রতিনিয়ত যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলো সমাধানের চেষ্টা করেছি। আনুষ্ঠানিক প্রচারের শুরুর প্রথম দিন থেকেই আমরা মাঠে আছি। শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তারা আমাদের আশ্বস্ত করছেন। আশা করি ভালো কিছু হবে।’

দলিলের মতো লিফলেট নিয়ে প্রচারে ‘আধিপত্যবিরোধী ঐক্য’র সালাহউদ্দিন আম্মার

সাবেক দুই সমন্বয়কের নেতৃত্বে গঠিত এ প্যানেলের ভিপি পদে লড়ছেন মেহেদী সজীব ও জিএস পদে লড়ছেন সালাহউদ্দিন আম্মার। প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে লিফলেট হাতে প্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে প্রচার করতে দেখা গেছে বিভিন্ন প্রার্থীকে। এছাড়াও জিএস পদপ্রার্থী সালাহউদ্দিনক আম্মারকে দলিলের ন্যায় লিফলেট হাতে প্রচার চালাতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আম্মার সারাবাংলাকে বলনে, ‘যারা ভোটার তাদের কাছে গিয়ে আমরা সরাসরি প্রচার চালাচ্ছি। এতে অনেকেই বিরক্ত বোধ করছেন, সেইটা আমরা বুঝতে পারছি। প্লিজ আপনারা কেউ বিরক্ত হবেন না। আমরা প্রার্থী হিসেবে যেমন এবারই প্রথম, তেমনি ভোটার হিসেবেও আপনারা প্রথম। সামনের আরও নয়দিন প্রাণবন্তভাবে প্রচার চালাতে চাই।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন। ছবি কোলাজ: সারাবাংলা

শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়ে প্রচার শুরু ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’র

ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ ভিন্ন একধারা বেছে নিয়েছে প্রচারের শুরুতে। ভিপি প্রার্থী মেহেদী মারুফ ও জিএস প্রার্থী আফরিন জাহানের নেতৃত্বে প্যানেলের সদস্যরা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে সরাসরি লিফলেট বিতরণ ও সংযোগ স্থাপন করতে দেখা যায় তাদের।

শহিদ মিনারে ফুল দিয়ে প্রচারে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’

বামজোট সমর্থিত ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্রথম দিনের প্রচার শুরু করে শহিদ মিনারে ফুল দিয়ে। ভিপি প্রার্থী ফুয়াদ রাতুলের নেতৃত্বে প্যানেলটির সদস্যরা পরে বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

মাঠে নেমেছে ‘অপরাজেয়–৭১, অপ্রতিরোধ্য–২৪’

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘অপরাজেয়–৭১, অপ্রতিরোধ্য–২৪’ প্যানেলের ভিপি প্রার্থী মাসুদ কিবরিয়া প্রথম দিন থেকেই সক্রিয়ভাবে প্রচারে নামেন। টুকিটাকি চত্বর, আমতলা ও বিভিন্ন অ্যাকাডেমিক ভবনের সামনে লিফলেট হাতে শিক্ষার্থীদের মাঝে ঘুরে বেড়ান প্যানেলটির প্রার্থীরা।

ব্যালট নম্বর পাওয়ার পর পরই মাঠে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’

স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ ও ব্যালট নম্বর পাওয়ার পর পরই প্রচারে নামে। ভিপি প্রার্থী তাওহিদুল ইসলামসহ বিভিন্ন প্রার্থীকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

এছাড়া, প্রচারে বাকি প্যানাল ও স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই। তারা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রচার চালিয়ে যাচ্ছে। এ সময় তারা শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করছেন। পাশাপাশি অনেকেই ব্যক্তিগত প্রচারে ব্যবহার করছেন ব্যতিক্রমী লিফলেট।

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি অ্যাকাডেমিক ভবনের মোট ১৭টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। ভোট শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে। এর পর সেখানে ভোট গণনা শুরু হবে। আর এই গণনা কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

সারাবাংলা/পিটিএম

প্রার্থী ভোট মাঠ রাকসু নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর