Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআর নিয়ে আলোচনার টেবিলে আসুন: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৫ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

ঢাকা: আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে রাজপথে আন্দোলন না করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘পিআর নিয়ে যারা রাজপথে আন্দোলন করছেন, তা কমিশনের এজেন্ডায় ছিল না। সবারই রাজনৈতিক অধিকার আছে দাবি জানানোর। তবে রাজপথে থেকে পিআর আদায় সম্ভব নয়, আলোচনার টেবিলেই সমাধান খুঁজতে হবে।’

তিনি আরও বলেন, আলোচনার টেবিল রেখে একইসঙ্গে রাজপথে নামা আসলে স্ববিরোধী আচরণ। বৈঠকে বিশেষজ্ঞ প্যানেলের মতামতও উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সংবিধান নিয়ে প্রশ্ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই সরকার সুপ্রিম কোর্টের অভিমতের ভিত্তিতে সংবিধান মেনে গঠিত হয়েছে। সংবিধান-সম্পর্কিত সনদের বিষয়গুলো বাস্তবায়নের আগে বিচার বিভাগের পরামর্শ নেওয়া যেতে পারে।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব সবার মতামতের ভিত্তিতে বিবেচনা করা যেতে পারে। তবে একই বিষয়ে দুইবার গণভোট প্রয়োজন নেই। সংসদ গঠনের পর মৌলিক সংস্কার বাস্তবায়নে প্রয়োজনে গণভোট আয়োজন সম্ভব বলে তিনি ইঙ্গিত দেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি নির্বাচন অনিশ্চিত হয় বা বাধাগ্রস্ত হয়, তাহলে পতিত ফ্যাসিবাদ ও অসাংবিধানিক শক্তিই লাভবান হবে।’

সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব হবে এবং জাতির মৌলিক সংস্কার বাস্তবায়নে প্রয়োজনীয় পথরেখা আলোচনার টেবিলেই নির্ধারিত হবে।

সারাবাংলা/এফএন/এসএস

আলোচনা টেবিল পিআর সালাহউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর