লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের উত্তর বাড়ইপাড়া কানিপাড়া সীমান্ত থেকে অবিনাস চন্দ্র রবি নামে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের সিংগীমারী বিওপির আওতাধীন বাড়ইপাড়া কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অবিনাস হাতিবান্ধা উপজেলার উত্তর বাড়ই পাড়া এলাকার মনোরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে অবিনাস সীমান্তবর্তী এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি সীমান্ত পিলার ৮৯৫/৬ এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। তখন ভারতের ১৫৭ বিএসএফ গাছতলা ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায়।
ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় ঐ এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
এ ব্যাপারে হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনার চেষ্টা করছে বিজিবি।