Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৬

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ডেঙ্গু আক্রান্ত আরও ৬২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৯৯ জন এবং নারী ২২৩ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪, ঢাকা উত্তর সিটিতে ১০০, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৯, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৩৯ হাজার ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১৬১ জনের। এর আগে, গতকাল মঙ্গলবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ওই সময়ে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

ডেঙ্গু মৃত্যু হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

সেই বৃদ্ধা গোলাপীর পাশে তারেক রহমান
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

আরো

সম্পর্কিত খবর