জবি: তিন দফা দাবি মেনে নেওয়ায় ৩২ ঘন্টা পর অনশন ভেঙেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৯ মিনিটে আন্দোলনকারীদের জুস পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজ্জাম্মুল হক।
এর আগে গতকাল ১৬ সেপ্টেম্বর দুপুর থেকে ৩ দফা দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীর।
তাদের দাবিগুলো ছিল:
- শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে।
- বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ(জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
- ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদান এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রন নিশ্চিত করতে হবে।