ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ও জবাবদিহিতার বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, বিএনপি আর শুধু ক্ষমতার রাজনীতি নয় বরং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে চায়, বিশেষ করে তরুণ প্রজন্মের।
তারেক রহমান জানান, প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা হচ্ছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে—যাদের কেউ পদচ্যুত, আবার কেউ বহিষ্কৃত হয়েছেন। তিনি বলেন, ‘সিদ্ধান্তগুলো সহজ ছিল না, তবে দায়বদ্ধতার জায়গা থেকে এগুলো জরুরি ছিল।’
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সততা ও জবাবদিহিতার প্রশ্নে আপোষহীন। আমরা যেমন ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে চাই, তেমনি নিজেদের সদস্যদেরও একই মানদণ্ডে বিচার করি।’
তরুণদের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের মতো খাতে নীতিমালা প্রণয়ন করছে বিএনপি। একইসঙ্গে নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের রাজনীতিতে আরও সম্পৃক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আহ্বান জানান, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধ হই, শৃঙ্খলাবদ্ধ হই এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। তাহলেই গণতন্ত্রের পথ আরও উজ্জ্বল হবে।’