ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেখানে মোট ৭৬ শতাংশ কোম্পানির দর কমেছে। একই সঙ্গে টাকার অংকে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।
বাজার চিত্রে দেখা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) লেনদেন শুরু হয়েছিল ইতিবাচক প্রবণতা দিয়ে। কিন্তু লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪২ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসই’র অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ১০ পয়েন্ট কমে ১১৭৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২১০৭ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসই-তে ৬৫৪ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৭ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার টাকা। সে হিসেবে লেনদেনের পতনের ধারা অব্যাহত রয়েছে।
এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৪টির বা ১১.০৮ শতাংশের। আর দর কমেছে ৩০৩টির বা ৭৬.৩২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫০টির বা ১২.৫৯ শতাংশের।
অপরদিকে সিএসই-তে বৃহস্পতিবার ১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৮টির, কমেছে ১২৭টির এবং পরিবর্তন হয়নি ৩২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৩৩৮ পয়েন্টে।
আগেরদিন সিএসই-তে ২২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমেছিল।