Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল, মাদরাসা শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৩

সিলেট: সিলেটের কানাইঘাটে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল হওয়া অভিযুক্ত ইমাম শরিফ উদ্দিনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শরিফ উদ্দিনকে বালাগঞ্জের তাজপুর থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল। তার কাছে থাকা মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

অভিযুক্ত মৌলভী শরিফ উদ্দিন মানাউরা জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কানাইঘাট উপজেলার সুরইঘাট বড়বন্দ সিঙ্গারিপার গ্রামের বাসিন্দা। ভিডিওর শিশুটি মানাউরা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুর সাথে আপত্তিকর যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একজন ইমাম তার রুমে একটি মেয়ে শিশুকে জোরপূর্বক ডেকে এনে যৌন হয়রানি করছেন এবং একইসঙ্গে পাশের রুমে বাচ্চাদের পড়া বা গল্পের আওয়াজ শোনা যাচ্ছে। যৌন হয়রানির দৃশ্য আবার তার নিজ মোবাইল দিয়ে ভিডিও ধারণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্ত শরিফ উদ্দিন শরিফ পলাতক ছিলেন। অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

উল্লেখ্য, ভিডিওর ঘটনাটি ২০২২ সালে মোবাইলে ধারন করা। এটি গোয়াইনঘাট উপজেলার নন্দিগাও ইউনিয়নের মানাউরা উত্তর পাড়া জামে মসজিদের ঘটনা।

সারাবাংলা/এনজে

আটক ভিডিও ভাইরাল মাদরাসা শিক্ষক যৌন নিপীড়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর