কুমিল্লা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কুমিল্লার হোমনায় অভিযুক্ত যুবকের বাড়ি ও মাজারে অগ্নিসংযোগ করেছে কিছু লোকজন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম মহসিন (৩৫)। তিনি ওই উপজেলার ফকির বাড়ির আলেক শাহ’র ছেলে।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত যুবক ‘বেমজা মহসিন’ নামক আইডিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে নবী (স.) নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ করলে পুলিশ গিয়ে মহসিনকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।
এদিকে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মহসিনের বসতবাড়ি ও মাজার তে অগ্নিসংযোগ করে। এ সময় পাশের মাজারেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারও কোনো ইন্ধন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।