Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররমে জামায়াতের সমাবেশ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩১

বায়তুল মোকাররমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় সনদের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, উভয়কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

সরেজমিন দেখা যায়, বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। আশপাশের সব সড়ক নেতাকর্মীদের আগমনে ভরে গেছে। সমাবেশে উপস্থিত জামায়াতের নেতাকর্মীরা বলেন, একটা দলই শুধু পিআর চায় না, দেশের বাকি মানুষও চায়। পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে।

বিজ্ঞাপন

এ সময় তারা ‘মার্কা আছে দাঁড়িপাল্লা’, ‘স্বেরাচারীর ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘চাঁদাবাজি ছাইড়া দে, ভিক্ষা নে রে ভিক্ষা নে’, ‘চাঁদাবাজি ছাইড়া দে’ ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’সহ নানান সোগ্লান দিতে থাকেন।

স্বেচ্ছাসেবকরাও পরিবেশ ঠিক রাখতে কাজ করছেন। চোখ-কান খোলা রাখছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন সতর্ক অবস্থানে।

এর আগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি হলো-

  • জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।
  • আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
  • নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ।
  • বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং
  • স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

জানা গেছে, আজকের সমাবেশ থেকে নেতাকর্মীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

জামায়াতে ইসলামী টপ নিউজ সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর