Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআর ও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির ভোট ও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি, পিআর’র ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা পিআর’র পক্ষে নই। কারণ আমরা মনে করি, বাংলাদেশে পিআর’র কোনো প্রয়োজনীয়তা নেই।’

সম্প্রতি জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের রাজপথের কর্মসূচি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মধ্যে কর্মসূচি দেওয়া মানে অহেতুক চাপ সৃষ্টি করা। এটি গণতন্ত্রের জন্য শুভ নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এভাবে রাজপথে এলেই সমাধান হবে? আমাদের বিশ্বাস সমাধান আলোচনা মাধ্যমেই আসবে। আমরা এখন পর্যন্ত বড় রাজনৈতিক দল— তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু পট পরিবর্তনের পর আমরা কোনো ইস্যুতেই রাজপথে নামিনি। আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজছি এবং আমার বিশ্বাস এভাবেই সমাধান আসবে।’

দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়েও বিএনপি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত বলে জানান মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আলোচনার সুযোগ জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিসরেও তৈরি হতে পারে।’

সারাবাংলা/এফএন/পিটিএম

পিআর বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর