Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাবেশ শেষে পিআর পদ্ধতির দাবিতে বিক্ষোভ মিছিল জামায়াতের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৭

জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অস্থায়ী মঞ্চে করা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ গণদাবি নিয়ে রাজধানীর গুলিস্তান থেকে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করে দলটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

কর্মসূচিতে দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় ‘এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার’, ‘পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও’, ‘জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা’ স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

এর আগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করে জামায়াতে ইসলামী। সেখানে দলটির কেন্দ্রীয় ও মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/ইউজে/এইচআই

জামায়াতে ইসলামী পিআর বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর