Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ আগস্টের আগের র‍্যাব আর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৩

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ফাইল ছবি

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গতবছরের ৫ আগস্টের আগের র‍্যাব আর নেই। র‍্যাবের কার্যক্রমে অনেক পরিবর্তন হয়েছে। তারা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদেরকে আইনের আওতায় এনে মানুষের প্রশংসা অর্জন করছে। র‍্যাব এখন প্রশংসার দাবিদার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কুর্মিটোলার র‍্যাব সদরদফতরে তাৎক্ষণিক পরিদর্শনে তিনি এ কথা জানান। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব সদরদফতর পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি র‍্যাবের ঊর্ধ্বত কর্মকর্তা ও বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। আলোচনায় র‍্যাব কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিজ্ঞাপন

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও নির্বাচন হচ্ছে। এসব নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অধিনায়কদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্ট বলেন, ‘৫ আগস্টের আগে র‍্যাবের যে কর্মকাণ্ড, সেটি এখন আর নেই। এখন সবাই ভালোভাবে কাজ করে যাচ্ছে। র‍্যাবের পারফরমেন্স এখন অনেক ভালো। মাদক ও হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে, সেইসঙ্গে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান এখন প্রশংসার দাবিদার। তার জন্য আমি র‍্যাবের সবাইকে ধন্যবাদ জানাই।’

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। এতে বাহিনীর নিষ্ঠাবান কর্মকর্তা এবং বাহিনীর সঙ্গে সাংঘর্ষিক কি না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘না, কোনো ধরণের সাংঘর্ষিক না। রাষ্ট্রের প্রয়োজনে এসব করা হয়। এটি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য করা হয় না। আর এটা অনেক আগেও হতো, সবসময় হয়, ভবিষ্যতেও হয়তো হবে।’

পূজাকে কেন্দ্র করে কোনো আশঙ্কা আছে কি না? এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘৩৩ হাজারের ওপর মণ্ডপ রয়েছে। ছোট খাটো দুয়েকটা ঘটনা ঘটতে পারে। মেজর কোনো ঘটনা ঘটবে না বলে আশাবাদী।’

পূজাকে ঘিরে পাশ্ববর্তী দেশের ষড়যন্ত্র আছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। তবে সবকিছু মোকাবিলা করে এগিয়ে যাবে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য রোধে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ করেন জাহাঙ্গীর আলম।

সারাবাংলা/ইউজে/পিটিএম

র‍্যাব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর