Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, মামলার পর হুমকির অভিযোগ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৫

প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হওয়ায় হুমকি ধামকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর শিশুর বাবা।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর খেলনা ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে বাড়ির পাশের হলুদখেতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে প্রতিবেশি এক কিশোর।

পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রথমে বাড়িতেই চিকিৎসা করান। অবস্থার উন্নতি না হলে পরদিন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেও শিশুটি এখনো পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছে তার পরিবার।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় গত বুধবার রাতে ওই কিশোরকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। তবে মামলা করার পর থেকেই সমঝোতার জন্য ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারটি। শিশুটির বাবা বলেন, ‘আমি মামলা করেছি বলে স্থানীয় নেতাদের মাধ্যমে সমঝোতার জন্য আমাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমি কখনোই সমঝোতায় যাবো না। আমার অবুঝ মেয়েকে যে এমন পাশবিক নির্যাতন করেছে আমি তার ন্যায়বিচার চাই।’

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে অন্য কোনো ইস্যু নেই। অভিযুক্ত তরুণ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এইচআই

ধর্ষণ পঞ্চগড় শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর