রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ‘ব্ল্যাঙ্ক চেক’ জমা নিয়ে সুদের ওপর টাকা দিয়ে অতিরিক্ত সুদ আদায় ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে সাহান সরদার নামে এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবাররা ও এলাকাবাসীর পক্ষ থেকে সাহান সরদারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে।
অভিযুক্ত সাহান সরদার রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরের বাজিতপুর গ্রামের মৃত তোতা সরদারের ছেলে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সুদ ব্যবসায়ী ও সন্ত্রাসী সাহান সরদার মুলতো সুদের ব্যবসার পাশাপাশি প্রতারণা করেন। বসন্তপুর ইউনিয়নের কয়েকশো মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। সুদ দেওয়ার সময় এলাকার দারিদ্র মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। এরপর চেকের পাতা জমা নেন। তিনি সামান্য অর্থ দিয়ে হাতিয়ে নেয় অতিরিক্ত অর্থ। তার থেকে নেওয়া টাকাসহ অতিরিক্ত (সুদ) টাকা দেওয়ার পরেও ফাঁকা চেকের পাতাটি ফেরত দিতেন না। আজ-কাল বলে ঘুরাতো। আবার দারিদ্র পরিবার মূল অর্থ পরিশোধে ব্যর্থ হলে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেন।’
তারা আরও বলেন, ‘স্থানীয় পর্যায়ে চেয়ারম্যানকে নিয়ে সালিশে বসে আপস করলেও তিনি মেনে নিতেন না। তার কাছে যে ফাঁকা চেকের পাতা থাকতো সেটাতে সে সুবিধামতো টাকার অংক বসিয়ে আদালতে মামলা দায়ের করেন।’
সুদ কারবারের এমন নির্যাতনের জন্য এলাকার বেশ কিছু পরিবার ভিটেমাটি ছাড়া হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ সময় দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো।
মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মোহাম্মদ তাইজুদ্দিন বিশ্বাস, হাসেম শেখ, কাশেম শেখ, হালিমা বেগম, ভুক্তভোগী জসিমের মা মনোয়ারা, ভুক্তভোগী চান মিয়ার স্ত্রী বন্যা, সাথী বেগম, ভুক্তভোগী ওমর ফারুকের স্ত্রী মোছা. রুবিয়া খাতুন, মো. মিঠু শেখ, রুবিয়া খাতুনসহ অর্ধশত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবাররা ও এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
অভিযোগের প্রসঙ্গে জানতে সাহান সরদারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এরা যে অভিযোগ করেছে সবগুলো মিথ্যা। আমার থেকে টাকা নিয়েছে, আমি টাকা চাইলে দেই না। তারা এভাবে মিথ্যা প্রচারণা করে আমার অনেক ক্ষতি করছে।’
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ‘নির্যাতিত এই পরিবারগুলো থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’