Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৯ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৬

নিয়োগ পাওয়া তরুন-তরুণীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে।

ঠাকুরগাঁও: ‘চাকরি নয় সেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছে ১৯ জন তরুণ-তরুণী। আনন্দে আত্মহারা এসব নিয়োগ প্রাপ্ত সদস্যরা দেখছেন পরিবার নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ লাইন্স ড্রিলসেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন ২০২৫ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

মাত্র ১২০ টাকায় চাকরি। অবিশ্বাস্য হলেও এমনটাই দেখা গেছে ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পুলিশের চাকরি পেলেন ১৯ জন তরুণ-তরুণী।

বিজ্ঞাপন

১২০ টাকা দিয়ে আবেদন ফরম পূরণের পর নিয়োগ প্রক্রিয়ায় তাদের আর কোনো অর্থ খরচ করতে হয়নি। এরপর ধাপে ধাপে মেধা আর যোগ্যতার পরীক্ষা দিয়েই মিলেছে নিয়োগ পত্র। স্বচ্ছতার ভিত্তিতে নিজেদের প্রমাণ করতে পেরে খুশি নবনিযুক্ত কনস্টেবলরা। এদের মধ্যে আছে ১৭ জন পুরুষ ও ২ জন নারী। নিয়োগে কোনরকম তদবির বা টাকা-পয়সা ছাড়াই নিজ যোগ্যতায় সন্তানের চাকরি হওয়ায় খুশি অভিভাবকরাও।

মেধার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, গত আগস্টে আমাদের মাঠ কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে ২৫৪ জন লিখিত পরীক্ষায় অবতীর্ণ হয়। পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪৩ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ৩৫ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো। মোট ১৯টি পদে নিয়োগের ভিত্তিতে ১৯ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এদের মধ্যে নারী সদস্য রয়েছেন ২ জন‌ এবং অতিরিক্ত ৪ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

সারাবাংলা/এনজে

তরুণ-তরুণী পুলিশে চাকরি

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর