Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে, কখন?

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৯ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫

সুপার ফোরে বাংলাদেশ

নিজেদের ম্যাচ শেষ হয়েছে দুদিন আগেই। সুপার ফোরে ওঠার লড়াইয়ে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকেই তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ। শেষ পর্যন্ত নাটকীয় এক ম্যাচে আফগানদের হারিয়ে সুপার ফোরে পৌঁছে গেছে শ্রীলংকা, তাদের সঙ্গে পরের রাউন্ডে উঠেছে বাংলাদেশও।

সুপার ফোরে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল।

২৪ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচও হবে দুবাইয়ে। ম্যাচটি শুরু রাত ৮.৩০ মিনিটে।

সুপার ফোরের শেষ ম্যাচে ২৫ সেপ্টেম্বর দুবাইতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে রাত ৮.৩০ মিনিটে।

বিজ্ঞাপন

সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশ কি পারবে সুপার ফোরের বাধা পেরিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছাতে?

বিজ্ঞাপন

বিপিএলের পাঁচ দল চূড়ান্ত
৫ নভেম্বর ২০২৫ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর