গ্রুপ পর্বের বাকি আর একটি ম্যাচ। ‘এ’ গ্রুপের ভারত-ওমান ম্যাচটি অবশ্য নিছকই নিয়মরক্ষার। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এরই মধ্যে সুপার ফোরে পৌঁছে গেছে চার দল। চলুন জেনে নেওয়া যাক সুপার ফোরে কোন দল কবে মাঠে নামবে।
গ্রুপ ‘এ’ থেকে সুপার ফোরে পৌঁছে গেছে ভারত ও পাকিস্তান। গ্রুপ বিতে রোমাঞ্চকর এক লড়াই শেষে পরের রাউন্ডে পা রেখেছে শ্রীলংকা ও বাংলাদেশ।
এবারের সুপার ফোরে চার দল নিজেদের মধ্যে একবার করে মুখোমুখি হবে। প্রত্যেক দলের তিন ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল চলে যাবে ফাইনালে।
২০ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু সুপার ফোরের লড়াই। ২১ সেপ্টেম্বর টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। যদি গ্রুপ পর্বের হ্যান্ডশেক বিতর্কের পর দুই দলের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা।
২৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে লড়বে পাকিস্তান। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
২৫ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার ফোরের শেষ ম্যাচে ২৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-শ্রীলংকা।
২৮ সেপ্টেম্বর দুবাইতে হবে এবারের এশিয়া কাপের ফাইনাল।