ঢাকা: ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। এদিন ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের মোট ২৫৬টি কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জানিয়েছে, ৪৭তম বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি পদ ক্যাডার এবং ২০১টি পদ নন-ক্যাডার। এবারের বিসিএসে কিছু নতুন ক্যাডার পদও যুক্ত হয়েছে। বিশালসংখ্যক প্রার্থীকে একযোগে পরীক্ষায় অংশগ্রহণ করাতে কমিশন প্রস্তুতি নিয়েছে কয়েক ধাপে। আগেই জানানো হয়েছে, পরীক্ষার দিনে নির্দিষ্ট সময় মেনে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে এবং মানতে হবে বেশ কিছু কঠোর নিয়ম।
সেসঙ্গে পিএসসি জানিয়েছে, ভুল উত্তরে কাটা যাবে নম্বর। বিসিএসের প্রিলির প্রশ্নপত্রে মোট ২০০টি এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা। পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালে কক্ষ ত্যাগ করতে পারবেন না।
এদিকে, পিএসসি থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র ফাঁস বা কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কেন্দ্রগুলোতে মোবাইল কোর্টের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
আবেদন গ্রহণ শুরু হয় ১০ ডিসেম্বর ২০২৪ থেকে এবং শেষ হয় ৩১ ডিসেম্বর। যেসব প্রার্থীর বয়স ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল, তারা আবেদন করতে পেরেছেন।
৪৭তম বিসিএসের প্রিলি আজ, পরীক্ষার্থী পৌনে চার লাখ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮
সারাবাংলা/এনএল/এনজে