Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ করেছে পুতিন: যুক্তরাজ্যে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ করেছে পুতিন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঘন্টাব্যাপী এই সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সম্পর্ক থাকার কারণে সহজেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান করা যাবে। কিন্তু তিনি আমাকে হতাশ করেছেন।’ তিনি দাবি করেন, ‘রুশ সেনাদের ক্ষয়ক্ষতি ইউক্রেনের তুলনায় বেশি এবং পুতিন “অনেক মানুষ হত্যা করছেন।’

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে আয়োজিত এই সম্মেলনে ট্রাম্প যুক্তরাজ্য, রাজপরিবার এবং প্রধানমন্ত্রী স্টারমারের প্রশংসা করেন। উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস ও রানি ক্যামিলার আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞ। তারা অসাধারণ মানুষ।’

বিজ্ঞাপন

তবে আলোচনার এক পর্যায়ে ব্রিটেনে অবৈধ অভিবাসন মোকাবিলায় সেনা মোতায়েনের পরামর্শ দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, এই সমস্যার সমাধান করা সম্ভব। সামরিক বাহিনী ব্যবহার করতে হলেও করতে হবে। না হলে এসব ভেতর থেকে দেশকে ধ্বংস করে দেয়।’

ইউক্রেন ইস্যুতে ট্রাম্প আগের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী না করে সরাসরি পুতিনকেই দায়ী করেন। তবে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের স্টারমারের আহ্বান প্রত্যাখ্যান করেন তিনি। ট্রাম্প বলেন, ‘তেলের দাম যদি পড়ে যায়, পুতিনকে যুদ্ধ থামাতে বাধ্য হতে হবে।’

ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়ে স্টারমারের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করলেও সেটিকে তিনি ভিন্নমতের একটি অংশ হিসেবে উল্লেখ করেন।

সারাবাংলা/এনজে

ট্রাম্প মধ্যস্থতা যুক্তরাজ্য যুদ্ধ বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর