Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রোন প্রযুক্তিতে এআই ব্যবহারের নির্দেশ কিমের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৪

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি আক্রমণকারী ড্রোন পরীক্ষার তদারকি করেছেন এবং এই প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর জানিয়েছে।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত ছবিতে দেখা যায়, চালকবিহীন বিমানটি উড্ডয়ন করছে এবং তারপর একটি লক্ষ্যবস্তু ধ্বংস করছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, এই মহড়া কুমসং-সিরিজ কৌশলগত আক্রমণকারী ড্রোনের চমৎকার যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে। কিম জং উন ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা যায়।

কিম জং উন বলেন, ‘ড্রোনগুলো একটি প্রধান সামরিক কার্যক্রম সম্পদ হিসাবে আবির্ভূত হচ্ছে এবং ডিপিআরকে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে এটিকে একটি শীর্ষ-অগ্রাধিকার এবং গুরুত্বপূর্ণ কাজ হিসেবে তুলে ধরেছে।’

বিজ্ঞাপন

তিনি নতুন প্রবর্তিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিকাশের পাশাপাশি ড্রোন উৎপাদনের সক্ষমতা সম্প্রসারণ ও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/এইচআই

উত্তর কোরিয়া কিম জং উন ড্রোন প্রযুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর