Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় এজেন্ডা জনগণের ওপর চাপিয়ে পার পাওয়া যাবে না: জাহিদ হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের ওপর দলীয় এজেন্ডা চাপিয়ে দিয়ে পার পাওয়া যাবে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)’র কেন্দ্রীয় কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, ‘দেশে পিআর বা সংখ্যানুপাতিক ভোটের দাবিতে কিছু রাজনৈতিক দল আন্দোলন করছে। কিন্তু জনগণের মতামতকে উপেক্ষা করে দলীয় বা গোষ্ঠীগত এজেন্ডা চাপিয়ে দিলে সেটা কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ হবে না। গণতন্ত্রে ভিন্নমত থাকবে, সেটাই স্বাভাবিক। তবে কর্তৃত্ববাদী কণ্ঠস্বর দিয়ে জনগণকে বিভ্রান্ত করা চলবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যদি কোনো রাজনৈতিক দল পিআর ব্যবস্থা বাস্তবায়ন করতে চায়, তাহলে তাদের উচিত সেটা নির্বাচনি ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করা। জনগণ যাকে গ্রহণ করবে, আমরা সেটাকেই স্যালুট করব। কিন্তু সংবিধান বহির্ভূতভাবে কোনো প্রক্রিয়া চাপিয়ে দেওয়া যাবে না।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধান লাখো শহিদের রক্ত এবং মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত। তাই এই সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া দেশের জন্য বিপজ্জনক হবে।’

তিনি বিনিয়োগ ও কর্মসংস্থান সংকট প্রসঙ্গে বলেন, ‘নির্বাচিত ও স্থিতিশীল সরকার ছাড়া বড় আকারের বিনিয়োগ আসবে না। যদি বিনিয়োগ না হয়, তাহলে বিশাল তরুণ প্রজন্মের কর্মসংস্থান কীভাবে নিশ্চিত হবে?’

ডা. জাহিদ সতর্ক করে বলেন, ‘নির্বাচনকে প্রলম্বিত করা হলে স্বৈরশাসনের জন্য সুযোগ তৈরি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

অনুষ্ঠানে ফারিয়ার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সভাপতিত্ব করেন। এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই

জাহিদ হোসেন পিআর বিএনপি

বিজ্ঞাপন

আজ বায়ুদূষণে তৃতীয় ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৩

আরো

সম্পর্কিত খবর