ঢাকা: বায়ুদূষণের দিক থেকে আবারও বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় উঠে এসেছে ঢাকা। আজ ঢাকা রয়েছে তৃতীয় স্থানে।
আন্তর্জাতিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir)–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দূষিত বায়ুর তালিকায় প্রথমে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
প্রতিবেদনে দেখা যায়—
বাগদাদে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ২০৬, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়েছে।
কলকাতায় AQI ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
ঢাকায় AQI ১৪২, এটিও ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত।
বিশেষজ্ঞরা বলছেন, শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগসহ নানা জটিল রোগের জন্য এ ধরনের বায়ুদূষণ সরাসরি দায়ী। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য এ দূষণ গুরুতর ঝুঁকি তৈরি করছে।
পরিবেশবিদরা মনে করছেন, ঢাকায় নিয়ন্ত্রণহীন যানবাহনের ধোঁয়া, ইটভাটা, নির্মাণকাজের ধুলা এবং শিল্পকারখানার বর্জ্যই বায়ুদূষণের প্রধান উৎস। এক্ষেত্রে জরুরি ভিত্তিতে সরকার ও নগর কর্তৃপক্ষকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে, না হলে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।