Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজায় বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির জেলা ও মহানগরের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, ‘পূজামণ্ডপে শান্তি বজায় রাখা, যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করা এবং প্রশাসনকে সতর্ক থাকতে সহায়তা করা বিএনপি নেতাকর্মীদের নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সকলে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, ‘পূজামণ্ডপগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে।’ এ জন্য প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান রিজভী।

গত বছরের মতো এবারো নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়ে রিজভী বলেন, ‘পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। যারা সুযোগসন্ধানী এবং দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা যেন কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাই সতর্ক থাকবেন।’

সারাবাংলা/এফএন/এইচআই

দুর্গাপূজা বিএনপি রিজভী

বিজ্ঞাপন

বিয়ে করলেন শবনম ফারিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৪

আরো

সম্পর্কিত খবর