Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতসহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে নেই এনসিপি: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:২০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:২২

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতারা।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিম্নকক্ষে আমরা পিআর চাই না। তাই জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে আমরা নেই। আমরা এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছি না। উচ্চকক্ষে পিআরের মাধ্যমে সংসদকে অংশগ্রহণমূলক দেখতে চাই এবং জুলাই সনদের বাস্তবায়ন চাই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমানে কোনো জোটভিত্তিক রাজনীতিতে নেই এনসিপি। এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে। আমাদের সঙ্গে যাদের মতাদর্শ মিলে তারা যুক্ত হতে পারেন, তবে এই মুহূর্তে কোনো জোটভিক্তিক চিন্তাভাবনা নেই।‘

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ‘‘জুলাই সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণপরিষদ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। এ জন্য তৃণমূলে ‘উঠান বৈঠক’ কর্মসূচি চলছে এবং আগামী অক্টোবরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হবে।’’

এ সময় তিনি জানান, এনসিপি দ্রুত নিবন্ধন পেতে যাচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক দাবি করেছে। নির্বাচন কমিশন এ প্রতীক না দেওয়ার মতো যথাযথ যুক্তি দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, সভার শুরুতে নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি স্মরণ করেন এবং স্বীকার করেন যে দলটি সাংগঠনিকভাবে প্রত্যাশিত শক্তি অর্জন করতে পারেনি। তিনি বলেন, ‘আমরা আত্মমূল্যায়ন করছি, যাতে সামনে ভুল না হয়।’

ছাত্র রাজনীতির প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি এনসিপিই তোলে।’ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে নির্বাচন হওয়াকে দলের অর্জন হিসেবে দেখলেও এনসিপি সমর্থিত প্যানেলের খারাপ ফলাফল নিয়ে আত্মসমালোচনার কথাও জানান তিনি।

সভায় এনসিপির জেলা-উপজেলার সমন্বয়ক কমিটির প্রতিনিধি, যুব সংগঠন যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্রসংগঠনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দলীয় সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে খোলামেলা আলোচনা হয়।

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি জামায়াত নাহিদ ইসলাম নিম্নকক্ষ পিআর

বিজ্ঞাপন

বিয়ে করলেন শবনম ফারিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৪

আরো

সম্পর্কিত খবর