চট্টগ্রাম ব্যুরো: ড. ইউনূসের আশপাশের অনেকে একটি দলের পকেটে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে নগর জামায়াতের এক সমাবেশে তিনি এ কথা বলেন। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশে এ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান বলেন, ‘বর্তমান সরকার কোনো দলীয় সরকার নয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, ড. ইউনূসের আশপাশের অনেকে একটি দলের পকেটে ঢুকে গেছে। সরকারের ভেতরে থেকে অনেকে সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এসব মেনে নেবে না জনগণ। ফ্যাসিবাদের মতোই জনগণ তাদের প্রতিরোধ করবে।’
সংস্কারের প্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। প্রতিবন্ধকতা তৈরি যারা করছে, তাদের চিহ্নিত করা হবে। নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। দেশে আইনশৃঙ্খলার উন্নতি হয়নি।’
‘এর মধ্যে একটি শ্রেণি আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করার স্বপ্ন দেখছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন জনগণ আর হতে দেবে না। জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’
রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘অনেকে বলছেন আমরা রাজপথে কেন নেমেছি? আমরা রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা আমরা বাস্তাবায়ন করব। আমরা চ্যালেঞ্জ নিচ্ছি, গণভোট দিন। জনগণ যদি বিপক্ষে রায় দেয়, আমরা মেনে নেব।’
নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ নুরুল আমিন।
সমাবেশ শেষে গণমিছিল বের করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।