Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২১ ঘণ্টায়ও মেলেনি খোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৪

আন্ধারমানিক নদীর তীর।

পটুয়াখালী: কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে আন্ধারমানিক নদীর তীরে ভীড় করেছে তার স্বজনসহ স্থানীয় মানুষ।

নিখোঁজ নুরুল ইসলামের মেয়ে রুপা জানান, গতকাল (শুক্রবার) দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসা ছিলেন। এ সময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা মাদকসহ ওই অটো চালককে আটক করেন এবং নুরুল ইসলামকে তল্লাশি চালিয়ে কোনো মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করেন। পরে নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। তবে, অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ শাহিনুল কবির।

সারাবাংলা/এসডব্লিউ

ধাওয়া খেয়ে ঝাঁপ নদীতে ঝাঁপ নিখোঁজ ১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর

বিজ্ঞাপন

শরতেই হঠাৎ কুয়াশায় ঢাকা পঞ্চগড়
২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩

আরো

সম্পর্কিত খবর