Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা

রাবি করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৪

রাকসু নির্বাচন। ছবি কোলাজ: সারাবাংলা

রাবি: দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। তবে হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৪২ জন প্রার্থী। এদের মধ্যে ৩৯ জনই নারী শিক্ষার্থী।

চূড়ান্ত তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বেগম খালেদা জিয়া হলে। এ হলে সম্পাদকীয় ছয়টি পদ ও নির্বাহী চারটি পদে একজন প্রার্থী থাকায় সবাই জয়ী হচ্ছেন। এরপর রোকেয়া হলে ৯ জন, রহমতুন্নেছা হলে ৯ জন, জুলাই-৩৬ হলে সাতজন, তাপসী রাবেয়া হলে তিনজন, বিজয়-২৪ হলে তিনজন এবং মন্নুজান হলে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

বিজ্ঞাপন

তাদের মধ্যে রোকেয়া হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন- সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক তাহমিনা ঊর্মি, কমনরুম সম্পাদক মোছা. আয়েশা সিদ্দিকা, সহকারী কমনরুম সম্পাদক আফছানা আক্তার শিফা, ক্রীড়া ও খেলাধূলা সম্পাদক নাজমুন নাহার সুইটি, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক নাশরিফা তুন নাঈম, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুদবা জাহান। নির্বাহী সদস্যরা হলেন- রিফা সানজিদা জেদনী, জে.এন. হুমায়রা, মোসা. আসনারা খাতুন।

তাপসী রাবেয়া হলে নির্বাচিতরা হলেন- সহকারী কমনরুম বিষয়ক সম্পাদক শাহনাজ আরফিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহুয়া মল্লিক জেবা, সহকারী সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসলিমা খাতুন।

জুলাই-৩৬ হলের নির্বাচিতরা হলেন- সহকারি বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ সানিহা, সহকারি কমানরুম সম্পাদক মোসা. জোবাইদা খাতুন, সহকারি ক্রিয়া বিষয়ক সম্পাদক উম্মে জাহান, সহকারী কালচারাল সম্পাদক খাদিজা খাতুন এশা।

নির্বাহী সদস্যরা হলেন- মোসা. হাবিবা খাতুন, সাকিরা জান্নাত, জান্নাতুল আফরিন।

বিজয়-২৪ হলে নির্বাচিতরা হলেন- বিতর্ক সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুল আকতার আকাশ, সহকারি কমনরুম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিদোয়ানুল ইসলাম, সহকারি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহেদ হোসেন।

রহমাতুন্নেসা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন- বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোছা. সাদিয়া আফরিন, কমন রুম সম্পাদক শামসি আরা, সহকারী সম্পাদক কমন রুম খাদিজা খাতুন, ক্রীড়া ও খেলাধূলা সম্পাদক মোছা. লাবনী খাতুন, সহকারী ক্রীড়া ও খেলাধূলা সম্পাদক তাবাসসুম কবীর, নির্বাহী সদস্যরা হলেন- আয়েশা তাসনীম, জান্নাতুল ফেরদৌস, জেসমিন খাতুন।

এ ছাড়াও, বেগম খালেদা জিয়া হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হয়েছেন বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোছা. আশরাফি বুলবুল, সহকারী কমনরুম সম্পাদক তাসমী তামান্না মীম, ক্রীড়া ও খেলাধূলা সম্পাদক মোছা. রোকাইয়া খাতুন, সহকারী ক্রীড়া ও খেলাধূলা সম্পাদক নাফসে মুতমাইন্না, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সায়মা জাকিয়া। নির্বাহী সদস্যরা হলেন- মোছা. উম্মে হাবিবা আক্তার, জান্নাতুল ফেরদাউস, সুমাইয়া, উম্মে হানী তামান্না খাতুন।

সারাবাংলা/এনএমই

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাকসু নির্বাচন

বিজ্ঞাপন

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর