নরসিংদী: জেলার মনোহরদীর ব্রহ্মপুত্র নদের পাড় থেকে রুবেল মিয়া (৪২) নমে এক আসামির মরদেহ উদ্ধার করছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই, হত্যা ও মাদক মামলা রয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার চরপাড়া (নলবাইদ) গ্রামের হাবিদ উদ্দিনের ছেলে। ধারণা করা হচ্ছে, গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সকালে ৯৯৯- এর মাধ্যমে খবর পেয়ে হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করতে না পেরে নরসিংদী পিবিআইকে খবর দেয় পুলিশ। পরে পিবিআই নরসিংদীর টিম এসে মরদেহটির পরিচয় শনাক্ত করে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মাহাতাব রহমান জানান, সকালে খবর পেয়ে ব্রহ্মপুত্র নদের কিনার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গতকাল রাতে পার্শবর্তী গাজীপুর কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় গরু চুরি করতে এলে গ্রামবাসীর দাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদ পার হতে গিয়ে রুবেলের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।