ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, সকল ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত। বিগত ৫৪ বছর নির্যাতিত হয়েছি। স্বৈরাচারীর মাধ্যমে এই বাংলার মাটিতে আর কোনো মজলুমকে নির্যাতিত হতে দেব না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সীরাতুন্নবী (সা:) আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, আমরা সকলেই এক হয়ে এই দেশ থেকে সুদ, ঘুষ, দূর্নীতি, নির্যাতন নিপীড়ন মুক্ত একটি দেশ গঠন করতে চাই। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারীকে দেখতে চাইনা। বাংলাদেশে ৮৫ ভাগ মুসলমান রয়েছে। এই দেশে ফজরের আযানের ধ্বনি শুনে আমাদের ঘুম ভাঙ্গে এবং এশার নামায শেষে আমরা ঘুমোতে যাই।
ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী বলেন, বিগত ৫৪ বছরে আমরা এই দেশে ভালো কিছুই দেখিনি। খুন, গুম, ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তারা। সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছি আমরা। আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কিভাবে নির্যাতন করা হয়েছে, অবিচার করা হয়েছে। আগামীর দেশকে নিপীড়নমুক্ত দেশ গড়তে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা উলামা বিভাগের সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলে রাব্বি মোর্তজাবীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।
এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ দলটির নেতৃবৃন্দরা।
এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র আন্দোলনসহ জেলা উপজেলা থেকে দুই শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।