Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতার দায় এনসিপিকে নিতে হচ্ছে: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১১ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায়ভার জাতীয় নাগরিক পার্টিকেই (এনসিপি) নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ তৃতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে। কিন্তু সরকারের সীমাবদ্ধতার দায়ও আমাদের নিতে হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের ভেতরে মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। আমরা অনেকটা একাই তাদের বিরুদ্ধে লড়ছি। মিডিয়ার চোখে চোখ রেখে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলছি।’

বিজ্ঞাপন

এ সময় এনসিপি নেতাদের বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগ তুলে তিনি বলেন, ‘গত ৫ আগস্ট কক্সবাজার সফরে গিয়ে আমাদের বিরুদ্ধে গুজব রটানো হলো যে আমরা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি। এটি সম্পূর্ণ মিথ্যা।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি ব্যবসায়ীদের হাতে বন্দি হয়ে পড়েছে, যা দেশের জন্য অশুভ। রাজনীতি অবশ্যই রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে।’

দলীয় সীমাবদ্ধতার কথাও স্বীকার করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে। তবে আমরা তা বিশ্লেষণ করি, ভুল স্বীকার করি এবং সংশোধন করি। যারা পরামর্শ দিচ্ছেন, আমরা তা গ্রহণ করে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ার চেষ্টা করছি।’

সারাবাংলা/এফএন/এইচআই

অন্তর্বর্তী সরকার এনসিপি হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

ছবির গল্প শরৎ এসেছে ধরায়
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর