Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআর ইস্যুতে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি মনে করেন, এ বিষয়ে যে কোনো জটিলতার সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ তৃতীয় সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “ছাত্রদের সরকার থেকে সরে আসার আহ্বান যথেষ্ট নয়, তাদের ভেতরেও পরিবর্তনের তাগিদ থাকতে হবে।”

তিনি জানান, জুলাই সনদের আইনি ভিত্তি ও সংবিধানে বাস্তবায়ন প্রসঙ্গে বিচার বিভাগের কোনো সুস্পষ্ট মতামত নেই, যা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

সংলাপে উপস্থিত এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের সব ব্যর্থতার দায় এনসিপির ওপর চাপানো হচ্ছে, যদিও উপদেষ্টারা সব দলের প্রস্তাব অনুযায়ী নির্বাচিত।

তিনি অভিযোগ করেন, “গণমাধ্যমের দ্বিমুখী আচরণ যদি বন্ধ না হয়, তবে দেশের ওপর অদৃশ্য ছায়া হয়ে থাকা ষড়যন্ত্রকারীরা আরও শক্তিশালী হয়ে উঠবে।”

সারাবাংলা/এফএন/ইআ

পিআর পদ্ধতি সালাহউদ্দিন আহমদ

বিজ্ঞাপন

জাপানে রেকর্ড সংখ্যক নারী শতবর্ষী
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩

আরো

সম্পর্কিত খবর