রাজবাড়ী: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সদর উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে যেনো দুর্গোৎসব পালন করতে তার নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান।’
তারা আরও বলেন, ‘ইতিমধ্যে রাজবাড়ীর গোয়ালন্দে একটি ঘটনা ঘটেছে নুরাল পাগলের দরবারে। নুরাল পাগলের মরদেহ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা হিন্দু ভাই-বোনদের বলব আপনারা ভয় পাবেন না। বিএনপি সবসময় আপনাদের পাশে আছে। আমাদের দলের নেতাকর্মীরা সবসময় আপনাদের মন্দির পর্যবেক্ষণ করবে। বিএনপি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে করা দল। সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।‘
রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি, রাজবাড়ী মুক্তি যোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, জেলা কৃষক দলের সদস্য সচিব সদস্য সচিব এ. কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ পূজা উদযাপন কমিটির নেতারা ও বিভিন্ন মন্দির কমিটির নেতারা বক্তব্য দেন।