Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্ববিদ্যালয়গুলোর শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে’

ইবি করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৫

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। ছবি: সংগৃহীত

ইবি: দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ড. ফায়েজ বলেন,‘বিশ্ববিদ্যালয়গুলোতে এত শিক্ষক স্বল্পতা! কিছু দিনের মধ্যে আমাদের একটি মিটিং হবে। সেখানে খালি পদগুলো মঞ্জুর করার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব। ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের জন্য যতটুকু সম্ভব আমরা করব। এই পরিকল্পনা নিয়ে আমাদের একটি টিম কাজ করছি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘২০১২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র গুম হয়েছিল। এটা ছিল গত ১৬ বছরের রাজনৈতিক বাস্তবতা। দেশকে আমরা মুক্ত করতে পারিনি, কিন্তু তা পেরেছে সামনের বসা শিক্ষার্থীরা। এজন্য আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলি সাবিনা আজহার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেয় ৫ অনুষদের ২২ বিভাগের শিক্ষার্থীরা। সঞ্চালনা করেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সারাবাংলা/এসএস

ইউজিসি চেয়ারম্যান দ্রুত নিয়োগ বিশ্ববিদ্যালয় শিক্ষক শূন্যপদ

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫

আরো

সম্পর্কিত খবর