আজ আশ্বিনের ৫ম দিন। এর মানে শরৎ এসেছে ধরায়। আকাশে মেঘ-বৃষ্টির লুকোচুরি, কখনো সাদা মেঘের ভেলা। আবার কোথাও কোথাও মাঠ জুড়ে শোভা পাচ্ছে কাশফুল। সব মিলিয়ে প্রকৃতিতে শুভ্রতার সাজ। কাশফুলকে শরতের অন্যতম অনুষঙ্গ হিসেবে ধরা হয়। শহর থেকে গ্রাম— যেখানে একটু সবুজের ছোঁয়া, ফাঁক পেলে সেখানেই ফুটছে শরৎ-শুভ্র কাশফুল। আর সেই কাশফুলের মেলা দেখতে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। সম্প্রতি রাজধানীর উপকণ্ঠ কেরাণীগঞ্জের সারিঘাট থেকে শুভ্র-শরতের অনুষঙ্গ কাশফুলের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প
শরৎ এসেছে ধরায়
সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৫
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৫
সারাবাংলা/পিটিএম