Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপজুড়ে সাইবার হামলা, শত শত ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫২

বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরে অপেক্ষা করছেন যাত্রীরা। ছবি: রয়টার্স

সাইবার হামলায় ইউরোপের একাধিক প্রধান বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম অচল হয়ে পড়েছে। এর ফলে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিনসহ বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস–এর মূল কোম্পানি আরটিএক্স জানিয়েছে, হামলার প্রভাব পড়েছে মূলত ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপে। আপাতত এসব সেবা ম্যানুয়াল পদ্ধতিতে চালানো হচ্ছে। সাইবার হামলার ফলে বিমানের চেক-ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলে এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা (এয়ারলাইন্স) এবং বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারোস্পেসের পরিষেবার গ্রাহক।

ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, শুক্রবার রাত থেকে সমস্যা শুরু হয়। এ পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল এবং গড়ে এক ঘণ্টা দেরি হচ্ছে।

ডেল্টা এয়ারলাইন্স বলেছে, তারা বিকল্প ব্যবস্থা চালু করেছে এবং প্রভাব ন্যূনতম থাকবে। ইজি জেট জানিয়েছে, তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ফ্রাঙ্কফুর্ট ও জুরিখ বিমানবন্দর এ ঘটনার বাইরে রয়েছে। পোল্যান্ড জানিয়েছে, তাদের বিমানবন্দরও নিরাপদ।

ব্রিটিশ পরিবহনমন্ত্রী হাইডি আলেকজান্ডার বলেছেন, তিনি নিয়মিত ঘটনার খোঁজখবর নিচ্ছেন।

সারাবাংলা/এসএস

ইউরোপ ফ্লাইট বাতিল শত শত সাইবার হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর