Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় পার্টি দোষী হলে বিএনপি-জামায়াত সমান দোষী’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৪

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী বলার মাধ্যমে যে সমালোচনা হচ্ছে, তার ‘বড় ভাগীদার’ বিএনপি ও জামায়াতও— এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল বলেন, ‘১৪ সালে আমরা যে নির্বাচন করেছি, সেটা ২০০৮ সালের একটি বৈধ নির্বাচিত সরকারের অধীনে হয়েছে। সেই সংসদে বিএনপি-জামায়াতও ছিল। তারা তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সাংবিধানিক সংশোধন প্রক্রিয়ায় অংশ নিয়েছে। এখন তারাই আবার আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচনের পর স্থানীয় সরকার, সিটি করপোরেশন, উপজেলা নির্বাচনসহ সব নির্বাচন বিএনপি ও জামায়াত করেছে। ‘তাহলে বৈধতা কি শুধু আমরাই দিয়েছি? তারা কি সেই সরকারের অধীনেই নির্বাচন করেনি? ২০১৮ সালেও তো অংশ নিয়েছে, সংসদেও গিয়েছে। তাহলে দোষ শুধু আমাদের কেন?’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা।

জাতীয় পার্টির ওপর চলমান রাজনৈতিক চাপের প্রসঙ্গে আনিসুল ইসলাম বলেন, ‘জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার একটি উদ্দেশ্যপূর্ণ প্রচেষ্টা চলছে। আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে, আমরা আওয়ামী লীগের দোসর। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তারা নিজেরাও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থেকেছে। পার্থক্য শুধু কথার খেলায়।’

তিনি আরও বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে আমরা আওয়ামী লীগের সঙ্গে ‘সহযোগিতা’ করেছি, সেটা ছিল একটি নির্বাচনি কৌশল। বিএনপি-জামায়াত, সব দলই সে সময় নির্বাচন করেছে। আজ যারা জোট করছে, তারাও তো নিজেদের স্বার্থে করছে। রাজনীতিতে কৌশল বলে একটা ব্যাপার আছে।’

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন কয়েকটি দলের যুগপৎ আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা দাবি করছে, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমি অবাক হয়েছি। আমরা কিন্তু কখনো কোনো দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলিনি। তারা আজ যে দাবি করছে, তার চেয়েও বড় বড় অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে আনিসুল ইসলাম বলেন, ‘যদি কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন হয়, তবে সেটা একপেশে হবে। তখন জনগণের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠবে। আমরা চাই, নির্বাচন হোক স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক।’

মুসোলিনি ও হিটলারের দৃষ্টান্ত টেনে তিনি বলেন, ‘তরিকা যাই হোক, নির্বাচন তো নির্বাচন নয়— যদি তা বিশ্বাসযোগ্য না হয়। নির্বাচনের নামে লোক দেখানো আয়োজন করলে, সেটা কোনো গণতান্ত্রিক সমাধান দিতে পারবে না।’

সারাবাংলা/ইউজে/এসএস

জাতীয় পার্টি জামায়াত দোষী বিএনপি সমান

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫

আরো

সম্পর্কিত খবর