Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০২

এম ভি আলাস্কা

বাগেরহাট: সুন্দরবন ভ্রমণে এসে বিদেশি এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বনবিভাগ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের কচিখালী স্টেশনের ঘাটে জাহাজে অবস্থান করার সময় ওই পর্যটকের মৃত্যু হয়।

ওই পর্যটকের নাম কারমেল নইলিন (৫৭)। তিনি আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক।

জানা যায়, খবর পেয়ে বনবিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন। পরে নৌ পুলিশ ওই নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করে। স্বামীসহ বিদেশি অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি।

বিজ্ঞাপন

বনবিভাগ জানায়, শুক্রবার বিকেলে মোংলা থেকে এম ভি আলাস্কা নামের একটি পর্যটনবাহী জাহাজে করে প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। এরপর পর্যটনবাহী ওই জাহাজটি সেখান থেকে কচিখালী আসে। কচিখালীতে রাত্রিযাপন করে জাহাজের পর্যটকেরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, ‘স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারে ওই নারী পর্যটক। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এইচআই

এম ভি আলাস্কা নারী পর্যটক বিদেশি মৃত্যু সুন্দরবন

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫

আরো

সম্পর্কিত খবর