Saturday 20 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষ্যে মন্দির কমিটির নেতাদের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৭

রাজবাড়ীতে মন্দির কমিটির নেতাদের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা।

রাজবাড়ী: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রাজবাড়ী পৌরসভায় অবস্থিত দুর্গা মন্দিরের নেতাদের ও কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর কমিউনিটি সেন্টারে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাতে বক্তারা বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সৌহার্দ্যের মাধ্যমে সামাজিক বন্ধনকে শক্তিশালী করে এসেছে। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা কখনোই সফল হয়নি।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভাতে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও রাজবাড়ী নারী নেত্রী অ্যাড. দেবাহুতি চক্রবর্তী, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার কর, লক্ষ্মীকোল হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, হরিতলা মন্দির কমিটির সভাপতি অ্যাড. স্বপন সোম ও জেলা কৃষক দলের সদস্য সচিব সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী প্রমুখ।

এ সময় সনাতন কমিউনিটির নেতারা, স্থানীয় সুধীজন, পেশাজীবী, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরাসহ পৌরসভার ২৭টি মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পৌরসভার ২৭টি মন্দির কমিটির সদস্যদের হাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও তার প্রবাসী বন্ধুদের সহযোগিতায় আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

সারাবাংলা/এইচআই

ছাত্রদল দুর্গাপূজা বিএনপি মন্দির কমিটি

বিজ্ঞাপন

সুপার ফোরে বাংলাদেশের লঙ্কা বধ
২১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর