Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দাবিতে ঢাবি উপাচার্যকে প্রগতিশীল ছাত্রজোটের স্মারকলিপি পেশ


৮ জুলাই ২০১৮ ১৫:১৮ | আপডেট: ৮ জুলাই ২০১৮ ১৫:১৯

|| ঢাবি করেসপন্ডেন্ট ||

ঢাকা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত রাখা এবং শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ ৪ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। রবিবার (৮ জুলাই) বেলা সোয়া ১টার দিকে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তারা এই স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আরও যেসব দাবি করা হয়েছে- শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশি হয়রানি-গ্রেফতার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আটককৃত শিক্ষার্থীদের মুক্তির জন্য আইনি পদক্ষেপ নেওয়া।

এসময় উপাচার্যকে কয়েকটি প্রশ্ন করেন ছাত্রজোটের নেতারা। স্মারকলিপি পেশ করতে আসা জোটের নেতারা জানতে চান- হামলা থেকে সাধারণ শিক্ষার্থীদের রক্ষার্থে কোনও ভূমিকা পালন না করায়, বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী এটা প্রশাসনের দায়িত্ব অবহেলা কি না। হামলায় জড়িতদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া, এমন কি আহতদের দেখতে না যাওয়া এবং আটককৃতদের জন্য আইনি পদক্ষেপ না নেওয়ার কারণও জানতে চান তারা।

তবে এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর না দিয়েই উপাচার্য বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের মধ্যে অশুভ শক্তি ঢুকে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চাচ্ছে।’ এসব ব্যাপারে জোট নেতাদের সতর্ক থাকার কথা বলে দাবিগুলো ভেবে দেখার আশ্বাস দেন তিনি।

উপাচার্য বরাবর স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিলানী শুভ, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকীসহ অন্যান্যরা। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্য উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মু. সামাদ, প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী এবং কয়েকজন সহকারী প্রক্টর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর